অন্যের মাধ্যমে কেউ সালাম পাঠালে যেভাবে উত্তর দিবেন
সাধারণত আমরা পরস্পর যেভাবে সালাম বিনিময় করি অন্যের মাধ্যমে কেউ সালাম দিলে তা কিন্তু একটু ভিন্ন হয়। যা আমরা অনেকেই হয়তো জানিনা। তাই বিষয়টির একটি সুন্দর সমাধান পেতে আমরা নিম্নে বর্ণিত একটি সহীহ্ হাদীস ফলো করতে পারি।
জনৈক ছাহাবী বলেন, আমার আব্বা আমাকে রাসূল (স)-এর নিকটে পাঠালেন এবং বললেন, তুমি রাসূল (স)-এর নিকটে যাও এবং তাঁকে সালাম প্রদান কর। আমি রাসূল (স)-এর নিকটে গেলাম এবং বললাম, আমার আব্বা আপনাকে সালাম বলেছেন, তখন রাসূল (স) বললেন, عَلَيْكَ وَعَلَى أَبِيْكَ السَّلَامُ (তোমার প্রতি এবং তোমার পিতার প্রতি সালাম বা শান্তি বর্ষিত হোক।’ (আবু দাউদ, হা/5231, মিশকাত, হা/4655, সনদ সহীহ)
Visit Our English Site : Click Here
Thanks for reading. جزاك الله خيرا
