রুকূর দো‘আসমূহ
(১) ওক্বাবা ইবনু ‘আমির (রাঃ) বলেন, যখন সূরা ওয়াক্বিয়ার ৭৪ নং আয়াত فَسَبِّح ْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ অবতীর্ণ হল, তখন রাসূল (ছাঃ) বললেন, ‘তোমরা তোমাদের রুকূতে এ তাসবীহ্ পড় سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ অর্থ: মহা পবিত্র আমার প্রতিপালক যিনি মহান। আর যখন সূরা আ‘লা-এর ১ম আয়াত سَبِّح ِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى অবতীর্ণ হল, তখন রাসূল (ছাঃ) বললেন, ‘তোমরা তোমাদের সিজদায় বল سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى অর্থ: মহা পবিত্র আমার প্রতিপালক যিনি সর্বচ্চো। (মিশকাত, হা/৮৭৯) প্রকাশ থাকে যে, তিনবার বলা সম্পর্কে বর্ণিত হাদীছটি য‘ঈফ্ (আবূ দাঊদ, হা/৮৭০)।
(২) ‘আউফ্ ইব্নু মালিক (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-এর সাথে সলাতে দাঁড়িয়ে ছিলাম। যখন তিনি রুকু করলেন, সূরাহ্ বাক্বারাহ্ পড়ার সময় পরিমাণ থামলেন এবং রুকুতে বলতে লাগলেন, سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ والْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ
অর্থ: ক্ষমতা, রাজত্ব, বড়ত্ব ও মহত্ত্বের অধিকারী যিনি, তাঁর পবিত্রতা বর্ণনা করছি। (নাসাঈ, হা/১০৪৯; মিশকাত,হা/৮৮২)
(৩) ‘আয়েশাহ্ (রাঃ) বর্ণনা করেন, রাসূল (ছাঃ) তাঁর রুকু এবং সিজ্দায় বেশী বেশী বলতেন,
سُبْحَانَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اَللَّهُمَّ اغْفِرْلِىْ.
অর্থ: হে আমাদের প্রতিপালক আল্লাহ্! তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি। হে আল্লাহ্! আমাকে তুমি মাফ করে দাও। (ছহীহ বুখারী, হা/৭৯৪; ছহীহ মুসলিম, হা/১১১৩; মিশকাত,হা/৮৭১)
(৪) ‘আয়েশাহ্ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) রুকু এবং সিজ্দায় বলতেন, سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلَآئِكَةِ وَالرُّوحِ
অর্থ: (আল্লাহ্) স্বীয় সত্তায় পবিত্র এবং গুণাবলীতেও পবিত্র যিনি ফেরেশতাকুল এবং জিবরীল (আঃ)-এর প্রতিপালক। (ছহীহ্ মুসলিম, হা/১১১৯; মিশকাত,হা/৮৭২)
(৫) আলী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন রুকু করতেন তখন বলতেন,
اَللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِيْ وَبَصَرِيْ وَمُخِّيْ وَعَظْمِيْ وَعَصَبِيْ.
অর্থ: হে আল্লাহ্! আমি তোমারই জন্য রুকূ করছি, একমাত্র তোমারই প্রতি ঈমান এনেছি। একমাত্র তোমার কাছেই আত্মসমর্পণ করেছি। আমার কর্ণ, চোখ, মস্তষ্কি, হাড়, স্নায়ু, তোমার ভয়ে-শ্রদ্ধায় বিনয়াবনত। (ছহীহ মুসলিম, হা/১৮৪৮; মিশকাত, হা/৮১৩)
(৬) ‘আব্দুল্লাহ্ ইবনু মাস্ ঊদ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) রুকূ এবং সিজদায় বলতেন, سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَاَتُوابُ إِلَيْكَ
Visit Our English Site : Click Here
Thanks for reading. جزاك الله خيرا