রুকূর দো‘আসমূহ





(১) ওক্বাবা ইবনু ‘আমির (রাঃ) বলেন, যখন সূরা ওয়াক্বিয়ার ৭৪ নং আয়াত فَسَبِّح ْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ অবতীর্ণ  হল, তখন রাসূল (ছাঃ) বললেন, ‘তোমরা তোমাদের রুকূতে এ তাসবীহ্ পড় سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ অর্থ: মহা পবিত্র আমার প্রতিপালক যিনি মহান। আর যখন সূরা আ‘লা-এর ১ম আয়াত سَبِّح ِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى অবতীর্ণ  হল, তখন রাসূল (ছাঃ) বললেন, ‘তোমরা তোমাদের সিজদায় বল سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى অর্থ: মহা পবিত্র আমার প্রতিপালক যিনি সর্বচ্চো। (মিশকাত, হা/৮৭৯) প্রকাশ থাকে যে, তিনবার বলা সম্পর্কে বর্ণিত হাদীছটি য‘ঈফ্ (আবূ দাঊদ, হা/৮৭০)।

(২) ‘আউফ্ ইব্নু মালিক (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-এর সাথে সলাতে দাঁড়িয়ে ছিলাম। যখন তিনি রুকু করলেন, সূরাহ্ বাক্বারাহ্ পড়ার সময় পরিমাণ থামলেন এবং রুকুতে বলতে লাগলেন, سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ والْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ 

অর্থ: ক্ষমতা, রাজত্ব, বড়ত্ব ও মহত্ত্বের অধিকারী যিনি, তাঁর পবিত্রতা বর্ণনা করছি। (নাসাঈ, হা/১০৪৯; মিশকাত,হা/৮৮২)

(৩) ‘আয়েশাহ্ (রাঃ) বর্ণনা করেন, রাসূল (ছাঃ) তাঁর রুকু এবং সিজ্দায় বেশী বেশী বলতেন,

 سُبْحَانَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اَللَّهُمَّ اغْفِرْلِىْ.

অর্থ: হে আমাদের প্রতিপালক আল্লাহ্! তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি। হে আল্লাহ্! আমাকে তুমি মাফ করে দাও। (ছহীহ বুখারী, হা/৭৯৪; ছহীহ মুসলিম, হা/১১১৩; মিশকাত,হা/৮৭১)

(৪) ‘আয়েশাহ্ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) রুকু এবং সিজ্দায় বলতেন, سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلَآئِكَةِ وَالرُّوحِ 

অর্থ: (আল্লাহ্) স্বীয় সত্তায় পবিত্র এবং গুণাবলীতেও পবিত্র যিনি ফেরেশতাকুল এবং জিবরীল (আঃ)-এর প্রতিপালক। (ছহীহ্ মুসলিম, হা/১১১৯; মিশকাত,হা/৮৭২)

(৫) আলী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন রুকু করতেন তখন বলতেন,

اَللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِيْ وَبَصَرِيْ وَمُخِّيْ وَعَظْمِيْ وَعَصَبِيْ.

অর্থ: হে আল্লাহ্! আমি তোমারই জন্য রুকূ করছি, একমাত্র তোমারই প্রতি ঈমান এনেছি। একমাত্র তোমার কাছেই আত্মসমর্পণ করেছি। আমার কর্ণ, চোখ, মস্তষ্কি, হাড়, স্নায়ু, তোমার ভয়ে-শ্রদ্ধায় বিনয়াবনত। (ছহীহ মুসলিম, হা/১৮৪৮; মিশকাত, হা/৮১৩)

(৬) ‘আব্দুল্লাহ্  ইবনু মাস্ ঊদ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) রুকূ এবং সিজদায় বলতেন, سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَاَتُوابُ إِلَيْكَ

অর্থ: প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি। তোমার নিকট ক্ষমা চাই ও তোমার নিকট তাওবা করি। (মুসনাদে বাঝ্ঝার, হা/১৯৭০; সিলসিলা ছহীহ্, হা/৩০৩২)
শাক্বীক্ব (রাঃ) বলেন, হুযায়ফাহ্ (রাঃ) একজন লোককে দেখলেন, সে ঠিকমত রুকূ-সিজদা করল না। সে সলাত শেষ করলে তিনি তাকে ডাকলেন। অতঃপর তাকে বললেন, তুমি সলাত আদায় করনি। শাক্বীক্ব বলেন, আমি মনে করছি তিনি তাকে বললেন, তুমি এখন মারা গেলে তোমার মরণ এমন নীতির উপর হবে যা মুহাম্মাদ্ (ছাঃ) যে নীতিতে রয়েছেন তার চেয়ে ভিন্ন। (ছহীহ্ বুখারী, হা/৭৯১; মিশকাত, হা/৮৮৪)
ক্বাতাদাহ্ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর সে যে সলাত চুরি করে। ছাহাবীগণ বললেন, কিভাবে সলাত চুরি করে? রাসূল (ছাঃ) বললেন, যে তার রুকূ-সিজদা পূর্ণ করে না। (আহমদ,হা/২২৬৯৫; মিশকাত,হা/৮৮৫)

Visit Our English Site Click Here 



Thanks for reading. جزاك الله خيرا

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url