সিজদার দো’আ
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, মানুষ সিজ্দায় সবচেয়ে বেশী তার প্রতিপালকের নিকটে হয়। অতএব তোমরা সিজ্দায় বেশী দো’আ কর। (ছহীহ্ মুসলিম, হা/৪৮২; মিশকাত হা/৮৯৪)
ইব্নু ‘আব্বাস্ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, আমাকে রুকূ ও সিজ্দায় কুরআন পড়তে নিষেধ করা হয়েছে। তবে রুকুতে তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা কর। আর সিজ্দায় বেশী বেশী দো’আ কর। তোমাদের দো’আ ক্ববুলের জন্য সিজ্দাহ্ উপযুক্ত স্থান। (ছহীহ্ মুসলিম, হা/৪৭৯; আবূ দাঊদ, হা/৮৭৬; মিশকাত, হা/৮৭৩)
ক্বাতাদাহ্ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর সে যে সলাত চুরি করে। ছাহাবীগণ বললেন, কিভাবে সলাত চুরি করে? রাসূল (ছাঃ) বললেন, যে তার রুকূ-সিজদা পূর্ণ করে না। (আহমদ,হা/২২৬৯৫; মিশকাত হা/৮৮৫)
(১) سُبْحَانَكَ، اَللَّهُمَّ رَبَّنَا وَبحَمْدِكَ، اَللَّهُمَّ اغْفِرْلِي
অর্থ- হে আমাদের প্রতিপালক আল্লাহ্! তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি। হে আল্লাহ্! আমাকে তুমি মাফ করে দাও। (ছহীহ্ বুখরী, হা/৭৯৪; ছহীহ্ মুছলিম, হা/১১১৩; মিশকাত, হা/৮৭১)
(২) سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلّائِكَةِ والرُّوحِ
অর্থ- (আল্লাহ্) স্বীয় সত্তায় পবিত্র এবং গুণাবলীতেও পবিত্র যিনি ফেরেশতাকুল এবং জিবরীল (আঃ)-এর প্রতিপালক। (ছহীহ্ মুসলিম, হা/১১১৯; মিশকাত, হা/৮৭২)
(৩) اَللَّهُمَّ لَكَ سَجَدْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، سَجَدَ وَجْهِيْ لِلَّذِيْ خَلَقَهُ وَصَوَّرَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، تَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِيْنَ
অর্থ- হে আল্লাহ্! আমি তোমার জন্য সিজ্দা করছি, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার জন্য নিজেকে সঁপে দিয়ছি। আমার মুখমন্ডল সিজ্দায় অবনত হয়েছে সেই সত্তার জন্য, যিনি উহাকে সৃষ্টি করেছেন, উহার আকৃতি দান করেছেন এবং উহার কান ও চোখ খুলে দিয়েছেন। মঙ্গলময় আল্লাহ্ তা‘আলা শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা (ছহীহ্ মুসলিম, হা/১৮৪৮; মিশকাত, হা/৮১৩)
(৪) আবু হুরায়রাহ্ (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) সিজদায় বলতেন,
اَللَّهُمَّ اغْفِرْلِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَذُلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَّتَهُ وَسِرَّهُ.
অর্থ- হে আল্লাহ্! তুমি আমার ছোট-বড়, পূর্বের-পরের এবং প্রকাশ্য-অপ্রকাশ্য সমস্ত গুনাহ মাফ করে দাও। (ছহীহ্ মুসলিম, হা/১১১২; মিশকাত,হা/৮৯২
(৫) ’আয়েশাহ্ (রাঃ) এক রাতে আমি রাসূল (ছাঃ)-কে বিছানায় পেলাম না। আমি তাঁকে খুঁজতে লাগলাম। আমার হাত তাঁর পায়ের তলাতে ঠেকল। তখন তিনি মসজিদে উভয় পায়ের পাতা খাড়া অবস্থায় সিজ্দায় ছিলেন। তখন তিনি বলছিলেন:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوْذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ.
অর্থ- হে আল্লাহ্! তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি হতে আ শ্রয় চাই। আর তোমার দেওয়া পরিত্রাণের মাধ্যমে তোমার দেওয়া শা স্তি হতে পরিত্রাণ চাই। তোমার প্রশংসা করে শেষ করা যায় না। তুমি সেই প্রশংসার যোগ্য যেরূপ তুমি নিজেই করেছ। (ছহীহ্ মুসলিম, হা/ ১১১৮; মিশকাত,হা/৮৯৩)
Visit Our English Site : Click Here
Thanks for reading. جزاك الله خيرا