দু’ সিজদার মাঝের ও তিলাওয়াতে সিজদার ‍দো ’আ



দু’ সিজদার মাঝের ‍দো ’আ

ইবনু ‘আব্বাস্ (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ)  ‍দু’সিজ্দার মাঝে বলতেনঃ

اَللَّهُمَّ اغْفِرْلِي، وَارْحَمْنِيْ، وَاهْدِنِي، وَعَافِنِيْ، وَارْزُقْنِيْ.

অর্থ- হে আল্লাহ্! তুমি আমাকে মাফ কর, আমার প্রতি রহম্ কর, আমাকে হিদায়াত দান কর, আমাকে শান্তি দান কর এবং আমাকে রিযিক দাও। (মুস্তাদ্ রাকে হাকিম, হা/৯৬৪; মিশকাত, হা/৯০০)

হুযায়ফাহ্ (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) দু’সিজ্দার মাঝে বলতেন, رَبِّ اغْفِرْلِي অর্থ- হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা কর। (নাসাঈ, মিশকাত, হা/৯০১) ইবনু মাজাতে দুবার বলার কথা রয়েছে (ছহীহ্ ইবনু মাজাহ্ হা/৮৯৭; ইরওয়া, হা/৩৩৫, সনদ ছহীহ)

তিলাওয়াতে সিজদার ‍দো ’আ

’আয়েশাহ্ (রাঃ) রাতে কুরআনের সিজ্দার আয়াতে বলতেন, 

سَجَدَ وَجْهِيْ لِلَّذِيْ خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ.

অর্থ- আমার মুখমন্ডল সিজদায় অবনত হয়েছে সেই মহান সত্তার জন্য, যিনি একে সৃষ্টি করেছেন এবং এর কর্ণ, চক্ষু খুলেছেন স্বীয় ইচ্ছায় ও শক্তিতে। (আবু দাঊদ, হা/১৪১৪; তিরমিযী, হা/৫৮০; নাসাঈ, হা/১১২৯; মিশকাত, হা/১০৩৫, সনদ ছহীহ্, আলবানী)



Visit Our English Site Click Here 



Thanks for reading. جزاك الله خيرا

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url