তাশাহ্হুদ ও দরূদ
আব্দুল্লাহ্ ইব্নু মাসঊদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ছাঃ) বলেছেন, যখন তোমাদের কেউ সলাতে বসবে তখন সে যেন বলে,
اَلتَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِيْنَ، أَشْهَدُ أَن لَّآ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
অর্থ- মৌখিক, শারীরিক ও আর্থিক সমস্ত ‘ইবাদত আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হউক। আমাদের উপর এবং নেক বান্দাদের উপরও শান্তি অবতীর্ণ হউক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ তা‘য়ালা ব্যতীত ইবাদতের যোগ্য আর কোন মা‘বুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (ছাঃ) আল্লাহ্ তা‘আলার বান্দা এবং রাসূল। (ছহীহ্ বুখারী, হা/৬২৩০, ছহীহ্ মুসলিম, হা/৯২৪, মিশকাত, হা/৯০৯)
দরূদ
কা‘ব্ ইবনু উজরাহ্ (রাঃ) বলেন, একবার আমরা রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আপনার উপর কীভাবে সালাম পাঠ করার জন্য আল্লাহ্ আমাদের শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা আপনার প্রতি ও আপনার পরিবারের প্রতি কীভাবে সলাত (দরূদ) পাঠ করব? তখন রাসূলুল্লাহ্ (ছাঃ) বললেন, তোমরা বল:
اَللَّهُمَّ صلِّ عَلَي مُحَمَّدٍ وَعَلَي آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَي إِبْرَاهِيْمَ وَ عَلَي آلِ إِبْرَاهِيْمَ. اَللَّهُمَّ بَارِكْ عَلَي مُحَمَّدٍ وَعَلَي آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَي إِبْرَاهِيْمَ وَعَلَي آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
অর্থ- হে আল্লাহ! তুমি মুহাম্মদ (ছাঃ) ও তাঁর পরিবারবর্গের উপর রহম ত বর্ষণ কর, যেভাবে রহমত বর্ষণ করেছ ইবরাহীম (আ) ও তাঁর পরি বারবর্গের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ্! বর কত অবতীর্ণ কর মুহাম্মদ (ছাঃ) ও তাঁর পরিবার বর্গের উপর, যেভাবে তুমি বরকত নাযিল করেছ ইবরাহীম (আঃ) ও তাঁর পরিবার-পরিজনে র প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। (ছহীহ্ বুখারী, হা/৩৩৭০, ছহীহ্ মুসলিম, হা/৯৩৫, মিশকাত, হা/৯১৯)
Visit Our English Site : Click Here
Thanks for reading. جزاك الله خيرا
