রাসূল (ছাঃ)-এর প্রতি দরূদ পাঠের ফযীলত


আবু হুরায়রাহ্ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আমার উপর আমার উপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ্ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন।’ 

আনাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে আল্লাহ্ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন, দশটি পাপ মোচন করে দিবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। (আবূ দাঊদ, হা/১৫৩০; নাসাঈ, হা/১২৯৭; মিশকাত, হা/৯২২)

উবাই ইবনু কা‘ব (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আমি আপনার প্রতি বেশী বেশী দরূদ পড়তে চাই। অতএব আমি আমার দো‘আর কত অংশ দরূদ পড়তে পারি? রাসূল (ছাঃ) বললেন, ‘তোমার ইচ্ছা’। আমি বললাম, চার ভাগের এক ভাগ দরূদ পাঠ করব? রাসূল (ছাঃ) বললেন, ‘তোমার ইচ্ছা, যদি বেশী কর তবে তোমার জন্য ভাল।’ আমি বললাম, দুই ভাগের এক ভাগ দরূদ পাঠ করব? রাসূল (ছাঃ) বললেন, ‘তোমার ইচ্ছা। যদি বেশী কর তোমার জন্য ভাল।’ আমি বললাম, তিন ভাগের দুই ভাগ দরূদ পাঠ করব? রাসূল (ছাঃ) বললেন, তোমার ইচ্ছা। যদি বেশী কর তোমার জন্য ভাল। আমি বললাম, তিন ভাগের দুই ভাগ দরূদ পাঠ করব? রাসূল (ছাঃ) বললেন, ‘তোমার ইচ্ছা। যদি বেশী কর তোমার জন্য ভাল। আমি আমার দো‘আর সর্বাংশই দরূদ পাঠ করব। রাসূল (ছাঃ) বললেন, তাহলে তোমার কোন চিন্তা ও পাপ থাকবে না। (তিরমিযী, হা/২৪৫৭; মিশকাত, হা/৯২৯, হাদীছ ছহীহ্)

আলোচ্য হাদীসের সারমর্ম হচ্ছে-অধিক পরিমাণে দরূদ পাঠ করা।  এ ক্ষেত্রে কুরআন ও ছহীহ্ হাদীছ দ্বারা প্রমাণিত দরূদ পড়া শ্রেয় এবং উচিত।



Visit Our English Site Click Here 



Thanks for reading. جزاك الله خيرا

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url