ঝড়-বৃষ্টি সংক্রান্ত কয়েকটি হাদিস





উম্মুল মুমিনীন আয়শা (রাঃ) বলেন, বাতাস যখন দ্রুত প্রবাহিত

হ’ত তখন রাসূল (ছাঃ) বলতেন,

اَللَّهُمَّ إِنِّي أسْئَلُكَ خَيْرَهَا وَخَيْرَمَا فِيْهَا وَخَيْرَمَا أُرْسِلَتْ بِهِ

وَأَعُوذُبِكَ مِنْ شَرِّهَا و شَرِّمَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ .

অর্থ: 'হে আল্লাহ! আমি তোমার নিকটে ঝড় ও বাতাসের কল্যাণ চাই, যে কল্যাণ তার মধ্যে নিহিত রয়েছে এবং যে কল্যাণ তার সাথে প্রেরিত হয়েছে। আর আমি আশ্রয় চাচ্ছি তোমার নিকট তার অনিষ্ট হতে এবং যে অনিষ্ট তার সাথে প্রেরিত হয়েছে, সে অনিষ্ট হতে(ছহীহ বুখারী, ছহীহ্ মুসলিম, হা/899; মিশকাত, হা/1513)

উল্লেখ্য যে, ঝড়-তুফানের সময় আযান দেয়া মর্মে কুরআন ও হাদীসে কোন বর্ণনা পাওয়া
যায় না। সুতরাং তা বিদ‘আতের অন্তর্ভূক্ত।

মেঘের গর্জন শুনলে পঠিত দো'আ

আবদুল্লাহ ইবনু যুবায়ের (রাঃ) যখন মেঘের গর্জন শুনতেন তখন বলতেন,

سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْملَائِكَةُ مِنْ خِيْفَتِهِ .

অর্থ- পাক পবিত্র সেই মহান সত্ত, যাঁর পবিত্রতা বর্ণনা করে প্রশংসা সহকারে মেঘের গর্জন এবং ফেরেশতাগণ তাঁর ভয়ে ভীত হয়ে পবিত্রতা বর্ণনা করে।

(মুয়াত্ত মালেক, হা/3641; মিশকাত, হা/1522, সনদ সহীহ)

বৃষ্টি প্রার্থনার দো‘আসমূহ

(১) জাবির (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ) -কে হাত উঠিয়ে বলতে দেখেছি,

اَللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مَغِيْثًا مَرِيْئًا مَرِيْعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ

অর্থ- হে আল্লাহ! তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও, যা ফসল উৎপাদনের উপযোগী, কল্যাণকর,

ক্ষতিকর নয়, শ্রীঘ্রই আগমনকারী, বিলম্বাকারী নয়। (আবু দাউদ, হা/1169; মিশকাত, হা/1507,

সনদ সহিহ)

(২) আমর ইবনে শু‘আইব্ তাঁর পিতা হতে বর্ণনা করেন, তাঁর পিতা তাঁর দাদা হতে বর্ণনা করেন,তাঁর দাদা বলেন, নবী (ছাঃ) যখন বৃষ্টি প্রার্থনা করতেন তখন বলতেন,

اَللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهِيمَتَكَ وانْشُرْ رحْمَتَكَ وَاَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ

অর্থ- হে আল্লাহ! তুমি তোমার বান্দাদেরকে এবং চতুষ্পদ জন্তুগুলিকে পানি পান করাও, তোমার রহমত

পরিচালনা কর, আর তোমার মৃত শহরকে জীবিত কর। (আবু দাদ, হা/1176; মিশকাত, হা/1506, হাসান)

বৃষ্টি হতে দেখলে দো'আ

আয়েশাহ্ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বৃষ্টি হওয়ার সময় বলতেন, اَللَّهُمَّ صَيِّبًا نَافِعًا

অর্থ- হে আল্লাহ! মুষলধারে উপকারী বৃষ্টি বর্ষণ করুন। (ছহীহ বুখারী, হা/1032; ইবনু মাজাহ, হা/3890;

মিশকাত, হা/1500; সনদ ছহীহ)

বৃষ্টি বন্ধের দো‘আ

এক সপ্তাহ ব্যাপী বৃষ্টি হতে থাকলে জনৈক ব্যক্তি এসে বলেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! বৃষ্টি

বন্ধের দো‘আ করুন। তখন রাসূল (ছাঃ) বললেন,

اَللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا اَللَّهُمَّ عَلَى الْاَكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ

الأَوْدِيَةِ وَمَنَابَتِ الشَّجَرَةِ

অর্থ- হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ কর, আমাদের উপর নয়। হে আল্লাহ! উঁচু ভূমিতে ও

পাহাড়-পর্বতে, উপত্যেকা অঞ্চলে এবং বনাঞ্চলে বর্ষণ কর। (ছহীহ বুখারী, হা/ 1014, ছহীহ্ মুসলিম,

হা/2115; মিশকাত, হা/5902)

বৃষ্টি শেষ হওয়ার পর দো'আ

নবী (ছাঃ) বৃষ্টি শেষে বলতেন , مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ

অর্থ- আল্লাহর অনুগ্রহও রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে।

(ছহীহ বুখারী, হা/907; ছহীহ্ মুসলিম, হা/71, আবু দাঊদ, হা/3906; মিশকাত হা/4৫96)



Visit Our English Site Click Here 



Thanks for reading. جزاك الله خيرا

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url