রুকূ বা ক্বওমা হতে উঠার দো‘আ

 


(১) আবূ হুরায়রাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ছাঃবলেছেন, যখন ইমামসামিআল্ল-হুলিমান্ হামিদাহ্বলবে, তখন তোমরা বলবেاَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ  

অর্থ: হে আল্লাহ! যাবতীয় প্রশংসা একমাত্র তোমারই (ছহীহ্ বুখারী, হা/৭৯৬;
ছহীহ্ মুসলিম,হা/৯৪০;
মিশকাত,হা/৮৭৪)



অথবা বলবে,



 اَللَّهُمَّ رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ حَمْدًا كََثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ.



অর্থ: হে আমাদের প্রতিপালক! যাবতযীয় প্রশংসা একমাত্র তোমারই, অনেক প্রশংসা, যে প্রশংসা শিরক্ রিয়া হতে পবিত্র বরকতময় (ছহীহ্ বুখরী, হা/৭৯৬; ছহীহ্
মুসলিম, হা/৯৪০; মিশকাত,হা/৮৭৪)

আবূ সাঈদ্ খুদরী (রাঃ)
বলেন, রাসূল (ছাঃ)
যখন রুকূ হতে মাথা উঠাতেন, তখন বলতেন,

اَللَّهُمَّ رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ مِلْأَ السَّمَاوَاتِ وَ مِلْأَ الْاَرْضِ وَمِلْأَ مَا شِئْتَ مِنْ شَيْئٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ، أَحَقُّ مَا قَال الْعَبْدُ وَكُلُّنَا لَكَ عَبْدٌ،  اَللَّهُمَّ  لَامَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ.







অর্থ: হে আল্লাহ! তোমারই প্রশংসা যা আসমান পরিপূর্ণ, যমীন পরিপূর্ণ এবং তুমি যা চাও তা পরিপূর্ণ হে প্রশংসা মর্যদার অধিকারী মানুষ যা (তোমার প্রশংসায়) বলে তুমি তার চেয়ে অধিক উপযোগী আমরা সকলেই তোমার দাস হে আল্লাহ্! তুমি যা প্রদান করবে, তাতে বাধা দেয়ার কেউ নেই আর তুমি যাতে বাধা প্রদান করবে, তা প্রদানের কেউ নেই কোন সম্পদশালীর সম্পদ তোমার শাস্তি হতে রক্ষা করতে পারবে না সে সম্পদও তোমার নিকট থেকে প্রাপ্ত (ছহীহ্ মুসলিম,হা/১০৯৯, মিশকাত,হা/৮৭৬)


Visit Our English Site Click Here 



Thanks for reading. جزاك الله خيرا

Next Post Previous Post
1 Comments
  • জালালুদ্দীন বিন নাজির হোসেন
    জালালুদ্দীন বিন নাজির হোসেন ২৭ সেপ্টেম্বর, ২০২১ এ ৭:২১ PM

    الحمد لله

Add Comment
comment url