কুনূতে নাযিলা
পাঁচ ওয়াক্ত সলাতের শেষ রাক’আতে রুকু থেকে উঠে ‘সামি‘আল্ল-হু লিমা ন হামিদাহ্’ পড়ার পর হাত তুলে কুনুতে নাযেলাহ্ পড়তে হবে। এসময় মুক্তা দীগণ আমীন, আমীন বলবে। (আবূ দাঊদ,হা/১৪৪৫; মিশকাত, হা/১২৯০)
اَللَّهُمَّ اغْفِرْلَنَا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُوْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتٍ، وَاَلِّفْ بَيْنَ قُلُوْبِهِمْ وَاصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ، وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ. اَللَّهُمَّ الْعِنِ الْكُفْرَةَ، اَللَّذِيْنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِكَ. وَيُكَذِّبُوْنَ رُسُلِكَ، وَيُقَاتِلُوْنَ أَوْلِيَاءَكَ، اَللَّهُمَّ خَالِفْ بَيْنَ كَلِمَتِهِمُ وَزَلْزِلْ أَقْدَامَهُمْ، وَانْزِلْ بِهِمْ بَأسَكَ الَّذِيْ لَا تَرُدُّهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ.
অর্থ- হে আল্লাহ্! আপনি আমাদের ক্ষমা করুন, ক্ষমা করুন সকল মুমিন ও মুসলিম নরনারীকে হে আল্লাহ্! আপনি মুসলমানদের অন্তরে ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করে দিন এবং তাদের মাঝে মিমাংসা করে দিন।হে আল্লাহ্! আপনার শত্রু ও মুসলমানের শত্রুর বিরুদ্ধে আপনি মুসলমানদেরকে সাহায্য করুন। ঐ সব আহলে কিতা বের উপর অভি শাপ করুন, যারা আপনার পথে বাধা প্রদান করে, আপনার রাসূলদেরকে অস্বীকার করে এবং আপনার ওয়ালীদের সাথে যুদ্ধ করে।হে আল্লাহ্! আপনি তাদের পরিকল্পনা ভেঙ্গে চৌচির করে দিন, তাদের পা কাঁপিয়ে তুলুন এবং তাদের উপর আপনার এমন শাস্তি অবতীর্ন করুন, যা অপরাধী সম্প্রদায়ের উপর অবতরণ করলে ফেরত নেন না।(সুনানে বায়হাক্বী কুবরা, হা/২৯৬২)
بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ، اَللَّهُمَّ إِنَّا نَسْتَعٍيْنُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِيْ عَلَيْكَ الْخَيْرَ وَلَا نَكْفُرُكَ. بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ، اَللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَإِلَيْكَ نَسْعَى وَنَحٍفِدُ نَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ الْجِدَّ بِالْكُفَّرِ مُلْحِقٌ، اَللَّهُمَّ عَذِّبْ كَفَرةَ أَهْلِ الْكِتَابِ اَلَّذِيْنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِكَ.
অর্থ- পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। হে আল্লাহ! নিশ্চয়ই আমরা আপনার নিকট সাহায্য চাই। আপনার উপর বিশ্বাস রাখি, আপনার উপরই ভরসা করি। আপনার কল্যাণের প্রশংসা করি এবং আমরা আপনার কুফুরী করি না। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। হে আল্লাহ! আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার জন্যই ছলাত আদায় করি, আপনার জন্য সিজদা করি এবং আপনার নিকট ফিরে যাওয়ার সর্বচেষ্টা করি। আপনার রহমতের আশা করি এবং আপনার শাস্তির ভয় করি। নিশ্চয়ই কাফিরদের উপর আপনার কঠিন শাস্তি অর্পিত হৌক। হে আল্লাহ! আহলে কিতাবদেরকে শাস্তি দান করুন যারা অস্বীকার করে এবং আপনার পথে বাঁধা সৃষ্টি করে। (ইব্নু আবী শায়বা)
اَللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيْعَ الْحِسَابِ أَهْزِمِ الْأَحْزَابَ اَللَّهُمَّ أَهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ. اَللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِىَ السَّحَابِ وَهَازِمَ الْأَحْزَابِ أَهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِم.
অর্থ- হে আল্লাহ! কিতাব অবতীর্ণকারী, দ্রুত হিসাবগ্রহণকারী! আমাদের সাথে ষড়যন্ত্রকারী দলকে পরাস্ত করুন। হে আল্লাহ! আপনি তাদের পরাস্ত করুন, তাদের ভীতি প্রদর্শন করুন। হে আল্লাহ! কিতাব অবতীর্ণকারী, বৃষ্টি বর্ষণকারী! ষড়যন্ত্রকারী দলকে পরাস্তকারী! আপনি তাদের পরাস্ত করুন, তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। (ছহীহ বুখারী, হা/২৯৩৩; ছহীহ মুসলিম, হা/১৭৪২)
اَللَّهُمَّ أَنْجِ الْوَلِيْدَ بْنَ الْوَلِيْدِ اَللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامِ اَللَّهُمَّ اَنْجِ عَيَّاشَ بْنَ أَبِىْ رَبِيْعَةَ اَللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرْ وَاجْعَلْهَا عَلَيْهِمْ سِنِيْنَ كَسِنِىَّ يُوْسُفَ اَللَّهُمَّ الْعَنْ فُلَانًا وَفُلَانًا.
অর্থ- হে আল্লাহ! আপনি ওয়ালিদ েইবনে ওয়ালিদকে রক্ষা করুন, সালাম ইবনে হিসামকে রক্ষা করুন, ‘আইয়াশ ইবনু আবী রাবী‘আহকে রক্ষা করুন। হে আল্লাহ! মুযার বংশের উপর আপনার শাস্তিকে কঠিন করে দিন, তাদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দিন, যেমন েইউসুফ (আঃ)-এর যুগে চাপিয়েছিলেন। হে আল্লাহ! আপনি অমুক অমুকের উপর অভিসম্পাত করুন। (ছহীহ্ বুখারী, হা/৮০৪; ছহীহ্ মুসলিম, হা/৬৭৫)
উক্ত দো‘আর ন্যায় বর্তমানে হক্বপন্থী দ্বীনের মুজাহিদকে বা মুসলিম সম্প্রদায়কে ইসলাম বিরোধী শক্তির হাত থেকে রক্ষার জন্য নির্দিষ্ট ব্যক্তি ও সম্প্রদায়ের নাম উল্লেখ করে দো‘আ করা যাবে। অনুরূপভাবে বর্তমানে ইসলাম বিরোধী কোন ব্যক্তি বা সম্প্রদায় ও দেশকে নিশ্চিহ্ণ করার জন্য নির্দিষ্ট নামে আল্লাহর কাছে অভিশাপ প্রার্থনা করা যাবে।
Visit Our English Site : Click Here
Thanks for reading. جزاك الله خيرا