ইস্তিখরার নিয়ম ও দো‘আ
জাবির (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) আমাদেরকে সকল কাজে েইস্তিখারা করার নিয়ম ও দো‘আ শিক্ষা দিতেন, যেভাবে আমাদেররকে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, যখন তোমাদের কেউ কোন কাজ করবে তখন সে যেন সাধারণ দু‘রাক‘আত ছলাত আদায় করে বলে-
اَللَّهُمَّ إِنِّىْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ. اَللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأمْرَ خَيْرٌ لِىْ فِىْ دِيْنِىْ وَ مَعَاشِىْ وَعَاقِبَةِ أَمْرِىْ عَاجِلِهِ وَأَجِلِهِ فَاقْدُرْهُ لِىْ، وَيَسِّرْهُ لِىْ، ثُمَّ بَارِكْ لِىْ فِيْهِ، وَ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِىْ فِىْ دِيْنِىْ وَ مَعَاشِىْ وَعَاقِبَةِ أَمْرِىْ عَاجِلِهِ وِاجِلِهِ فَاصْرِفْهُ عَنِّىْ وَاصْرِفْنِىْ عَنْهُ وَاقْدُرْ لِىَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ اَرْضِنِىْ بِهِ.
অর্থ- হে আল্লাহ্! আমি তোমার নিকট তোমারই জ্ঞানের সাহায্যে এই বিষয়ের ভাল দিক জ্ঞাত হওয়ার জন্য প্রার্থনা করছি এবং তোমারই ক্ষমতার সাহায্যে তোমার নিকটে (উহা লাভের) ক্ষমতা চাচ্ছি। আমি চাই তোমার নিকট বড় অনুগ্রহ। তুমি সক্ষম, আমি সক্ষম নই। তুমি জান, আমি জানিনা। তুমি অদৃশ্যের খবর জান। হে আল্লাহ! তুমি যদি মনে কর এ বিষয়টি আমার জন্য ভাল হবে, আমার দ্বীন, আমার জীবন ধারণ ও আমার পরিণামের ব্যাপারে। তাহলে তুমি আমার জন্য তা নির্ধারণ কর এবং আমার পক্ষে সহজ করে দাও এবং আমার জন্য এতে বরকত দান কর। আর তুমি যদি মনে কর বিষয়টি আমার জন্য অকল্যাণকর আমার দ্বীন, আমার জীবন ধারণ ও আমার পরিণোমের ব্যাপারে তাহলে তুমি তা আমার হতে ফিরিয়ে দাও। (আবূ দাউদ, হা/১১৭৩)
Visit Our English Site : Click Here
Thanks for reading. جزاك الله خيرا