ইস্তিস্ ক্বার ছলাতের পদ্ধতি



আয়েশাহ্ (রাঃ) বলেন, একদা রাসূল (ছাঃ) সূর্য উদিত হওয়ার পর বের হয়ে মিম্বরের উপর বসে তাকবীর বলে মহা মহীমান আল্লাহর প্রশংসা করেন এবং বলেন, তোমাদের অনাবৃষ্টির অভিযোগ করেছো অথচ মহান আল্লাহ্ তোমাদের আদেশ করেছেন, তোমরা তাকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দিতে ওয়াদাবদ্ধ। অতঃপর তিনি অত্র দো‘আটি বলেন,

اَلَْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِيْنَ، اَلرَّحْمَنِ الرَّحِيْمِ، مَلِكِ يَوْمِ الدِّيْنِ، لَا إِلَهَ إلَّا اللهُ يَفْعَلُ مَا يُرِيْد. اَللَّهُمَّ أَنْتَ اللهُ لَآ إِلَهَ إِلَّا أَنْتَ الْغَنِىُّ وَنَحْنُ الْفُقَرَاءُ أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةُ وَبَلَاغًا إِلَى حِيْنٍ.

অর্থ- সমস্ত প্রসংশা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। যিনি করুনাময় ও কৃপানিধান যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ ব্যতীত (সত্য) কোন মা‘বুদ নেই। তিনি যা ইচ্ছা তাই করেন। হে আল্লাহ্! আপনিই আল্লাহ। আপনি ব্যতীত (সত্য) কোন মা‘বুদ নেই। আপনি অমুখাপেক্ষী ও আমরা সবাই মুখাপেক্ষী। আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন যে বৃষ্টি বর্ষণ করবেন তা যেন আমাদের জন্য শক্তির কারণ হয় এবং দীর্ঘ মেয়াদী কল্যাণ লাভে সহায়ক হয়।

পদ্ধতি

আযান ও ইক্বামত ব্যতীত দুরাকা‘আত ছলাত। প্রথম রাক‘আতে সূরা আ‘লা, দ্বিতীয় রাক‘আতে সূরা গশিয়াহ্ পাঠ করতে হয়। তারপর ইমাম সাহেব মিম্বরের উপর অথবা মিম্বর ছাড়া দাঁড়িয়ে ইস্তিস্কা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। অতপর মুসল্লিদের নিয়ে ক্বিবলা মুখে হয়ে দাঁড়াবে এবং স্ব স্ব চাদর উল্টাবেন (চাঁদরের নিচের অংশ উল্টে দিবে এবং চাঁদরের ডানপাশ বাম কাঁধে ও বাম পাশ ডান কাঁধে রাখবে) এবং দুহাত উপর অবস্থায় সোজাভাবে চেহারা বরাবর উঁচু রাখবে যাতে বগল স্পষ্ট হয়। (আবূ দাউদ হা/১১৭৫;মিশকাত হা/১৫০৮)


Visit Our English Site Click Here 


Thanks for reading. جزاك الله خيرا

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url