কুনূতে রাবিতা বা বিতর-এর কুনূত
اَللَّهُمَّ اهْدِنِيْ فِيْ مَنْ هَدَيْتَ، وَعَافِنِيْ فِىْ مَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِيْ فِيْ مَنْ
تَوَلَّيْتَ، وَبَأرِكَ لِيْ فِيْ مَا عَطَيْتَ، وَقِيْ شَرِّ مَا قَضَيْتَ،
فَانَّكَ تَقْضِيْ وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يُذِلُّ مَنْ وَلَّيْتَ،
وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ، وَصَلَّى
اللهُ عَلَى النَّبِيِّ.
অর্থ- হে আল্লাহ্! তুমি আমাকে হেদায়েত দান কর, যাদের তুমি হেদায়াত করেছ তাদের সাথে। আমাকে মাফ করে দাও, যাদের মাছ করেছ তাদের সাথে। আমার অভিভাবক হও, যাদের অভিভাবক হয়েছ তাদের সাথে। তুমি যা আমাকে দান করেছ তাতে বরকত দাও। আর আমাকে ঐ অনিষ্ট হতে বাঁচাও, যা তুমি নির্ধারণ করেছ। তুমি ফায়ছালা কর, কিন্তু তোমার উপর কেউ ফয়ছালা করতে পারে না। তুমি যার সাথে শত্রুতা রাখ, সে সম্মান লাভ করতে পারে না। নিশ্চয়ই সে অপমানিত হয়না যাকে তুমি মিত্র হিসেবে গ্রহণ করেছ। হে আমাদের প্রতিপালক! তুমি বরকতময়, তুমি উচ্চ এবং নবী করীম (ছাঃ)-এর উপর রহমত অবতীর্ণ হউক। (তিরমিযী, হা/৪৬৪; মিশকাত, হা/১২৭৩, সনদ সহীহ)
বিতর সলাতের সালাম ফিরানোর পরের দো‘আ
আব্দুর রহমান ইবনে আব্ঝা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন বিতর সলাতে সালাম ফিরাতেন, তখন বলতেন- سُبحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ (অর্থ- আমি পবিত্রমত বাদশাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।) এই দো‘আটি তিনবার পড়তে হবে। তম্মধ্যে তৃতীয় বার উচ্চস্বরে পড়া কর্তব্য। (আবূ দাঊদ,হা/১৪৩২; নাসাঈ,হা/১৬৯৯)
Visit Our English Site : Click Here
Thanks for reading. جزاك الله خيرا