ঘুম থেকে উঠে এবং সকালে পঠিতব্য দো‘আ/যিকরসমূহ
() হুযাফাহ (রাঃ) বলেন, ১ (ছাঃ) ঘুম থেকে জাগ্রত হতে বলতেন:
اَلْحَمْدُ ِللهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَأتَنَا وَإِلَيْهِ النُّشُوْ
অর্থ - ঐ অনুরোধ জানা, গুরুত্ব পর আমাদেরকে বন জীবিত পথে। আমাদের প্রত্যাবর্তন তাঁর দিকে। ( ছহীহবুখারী , হা / ৬৩১৪; মিকাত, হা/২৩৮২ )
(২) ওবাদাহ ইব্নু ছামিত্র (রাঃ) বলেন, যখন কেউ (ছায়াঃ)
লেখক, যদি শেষ রাতের ঘুম থেকে জেগে বলে:
لَآ إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ،
وَهُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ.
অর্থ - আমাদের ব্যাতীত ' ইবাদতের যোগ্য কোন মা ' বূদ নেই , তিনি এক , তাঁর কোন শরীক নেই , রাজত্ব তাঁর এবং প্রশংসা তাঁরই। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। গুরুত্বপূর্ণ পরম সত্য । সকলকে সতর্ক করার জন্য । কোন ব্যতীত ( ' ইবাদতের যোগ্য) কোন মা ' বূদ নেই । সবচেয়ে বড়। তাঁর সাহায্য ব্যাতীত কোন শক্তি বা উপায় নেই। তিনি আপনাকে, বড়। (শেষে বলে) হে নেতা! আমাকে ক্ষমা করে দেয়। তাকে ক্ষমা করা হবে। ( ছহীহবুখারী , হা / ১১৫৪ ; মিকাত , হা / ১২১৩ )(৩)
অন্য বর্ণনায় রয়েছে, ৩ (ছাঃ) ঘুম থেকে জাগ্রত হতে বলতে-
اَلْحَمْدُ اِللهِ الَّذِيْ عَافِنِيْ فِيْ جَسَدِيْ وَرَدَّ عَلَىَّ رُوْحِيْ وَأَذِنَ لِيْ بِذِكْرِهِ
অর্থ- ঐ অনুরোধের কথা, আমার শরীরে নিরাপত্তা দান করেছেন, আত্মা ফেরত মুসলিম এবং তাঁকে উপস্থিত করার সুযোগ । ( ছহীহ তিরমিযী, হা / ৩৬০১ )
(৪) এমপি (ঃ) যখন শেষ আল কুজ্জুদ ছলাতের জন্য
উঠতে, তখন সুরা ইমরানের শেষ রুতিলাওয়া করতে। ( ছহীহবুখারী, সম্প্রদায়, মিসকাত, হা / ১০৬ )
(৫) অন্য বর্ণনায় শেষ রুকুর প্রথম ৫ পাঠের কথা আছে। ( ছহীহ নাসাঈ, হা/১৬২৬; মিকাত, হা / ১২০৯ )
সালোক পঠব্য দো ' আ / না কর
(১) আবূ হুরায়রাহ (আঃ) হতে বহুঃ, তিনি বলেন, মোছাঃ (ছাঃ) দীর্ঘ
বলতে
اَللَّهُمَّ بِكَ اَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوْتُ وَإِلَيْكَ الْمَصِيْرُ.
অর্থ- হে প্রধান ! _ তোমার সাহায্যে আমরা সকাল উঠি আবার তোমার সাহায্যে সন্ধ্যায় উপনীত হই । আপনার কাছে আমরা দেখতে দেখতে এবং আপনার মৃত্যুবরণ করি । _ আপনার কাছে আমাদের প্রত্যাবর্তন । ( ছহীহ আবূ দাঊদ , হা / ৫০৬৮, মিকাত, হা/২৩৮৯ )
(২) আব্দুল রহমান ইব্নু আব্ঝা (রাঃ) বলেন, সামনে (ছাঃ) দীর্ঘ
বলতে বলতে
اَللَّهُمَّ اَصْبَحْنَاُ عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ وَكَلِمَةِ الْإِخْلَاصِ وَعَلَى دِيْنِ نَبِيِّنَا دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدْرَةِ وَعَلَى دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدْرَةِ وَعَلَى َى مِلَّةَ أَبِيْنَا إِبْرَاهِيْمَ حَنِيْفًا وَّمَا كَانَ مِنَ مُشْرِكِيْنَ.
অর্থ - আমরা সকাল উঠলাম ইসলামের জন্মগত শক্তির উপর , তাওদের কালেমা সহকারে । আমাদের নবী মুহাম্মদ ( ছাঃ )- এর দীনের উপর এবং আমাদের কাছে ইবরাহীমের মিল্লাতের উপর । আর তিনি মুশরিকদের অন্তর্ভূক্ত ছিলেন না । ( দারেমী , হা / ২৬৮৮; মিসকাত, হা/২৪১৫ )
(৩) উম্মা সালাহ্ (রাঃ) বলেন, (ছাঃ) ফজরের ছলাতের পর
বলতে
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرْزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا.
অর্থ- হে প্রধান! আমি তোমার কাছে গানী বিদ্যা, শব্দ রূযী ও গ্রহণীয় 'আমল চাহন। ( ইবনু মাজাহ, হা / ৯২৫; মিকাত, হা/২৪৯৮ )
আমাদের ইংরেজি সাইট দেখুন : এখানে ক্লিক করুন
পড়ার জন্য ধন্যবাদ. جزاك الله خيرا
