জরুরী ও গুরুত্বপূর্ণ দো‘আসমূহ-১ম পর্ব
বাড়ী থেকে বের হওয়ার দো‘আ
(১) আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ বলেছেন, ‘যখন কোন ব্যক্তি ঘর হতে বের হওয়ার সময়ে বলে,
بِسْمِ اللهِ تَوَكْتُ عَلَى اللهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ إِلَّا بِاللهِ
অর্থ-‘আল্লাহর নামে বের হলাম, তাঁর উপর ভরসা করলাম। আমার কোন উপায় এবং ক্ষমতা নেই আল্লাহ্ ব্যতীত।’
তখন তাকে বলা হয়, তোমাকে পথ দেখানো হল, উপায় করে দেওয়া হল
এবং সংরক্ষণ করা হল। ফলে শয়তান তার নিকট হতে দূর হয়ে যায় এবং অপর শয়তান এই শয়তানকে
বলে, ‘তুমি ঐ ব্যক্তির কী করবে, যাকে পথ দেখানো হয়েছে, উপায় বাতলে দেওয়া হয়েছে এবং
রক্ষা করা হয়েছে?’ (সনদ ছহীহ, আবূ দাঊদ হা/৫০৯৫; মিশকাত, হা/২৪৪৩)
(২) উম্মু সালমা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ)
যখনই আমার ঘর হতে বের হতেন, তখন আকাশের দিকে মাথা উঠিয়ে বলতেন,
اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ
يُجْهَلَ عَلّيَّ.
অর্থ- হে আল্লাহ্! আমি তোমার নিকট আশ্রয় চাই বিপথগামী হওয়া, বিপথগামী করা, উৎপীড়ন করা, উৎপীড়িত হওয়া, অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞতা প্রকাশ করার পাত্র হতে। (আবূ দাঊদ, হা/৫০৯৪; মিশকাত, হা/২৪৪২, সনদ ছহীহ্)
বাড়ীতে প্রবেশের দো‘আ
بِسْمِ اللهِ অর্থ- আমি আল্লাহর নামে (প্রবেশ করছি)। (ছহীহ্ মুসলিম, হা/২০১৮)
গ্রামে বা শহরে প্রবেশের দো‘আ
اَللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا اَظْلَلْنَ، وَرَبَّ الْأَرْضِيْنَ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ، وَرَبَّ الشَّيَاطِيْنِ وَمَا اَظْلَلْنَ، وَرَبَّ الْرِّيَاحِ وَمَا ذَرَيْنَ، أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ، وَخَيْرَ أَهْلِهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَأَعُوْذُبِكَ منْ
شَرِّهَا، وَشَرِّ أَهْلِهَا، وَشَرِّ مَا فِيهَا.
অর্থ- হে আল্লাহ্! তুমি সপ্ত আকাশ ও তার ছায়া এবং সপ্ত যমীন ও তার বেষ্টিত স্থানের প্রতিপালক, শয়তানের ও তাদের দ্বারা ভ্রষ্টদের প্রতিপালক এবং প্রবল বাতাস যা ধুলি উড়ায়, তার প্রতিপালক। আমি তোমার নিকট এ গ্রাম, গ্রামবাসী ও গ্রামে যা কিছু রয়েছে তার কল্যাণ চাচ্ছি। আর এ গ্রাম, গ্রামবাসী ও এ গ্রামে যা কিছু রয়েছে, তার অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি। (ছহীহ্ ইবনু খুযায়মাহ্, হা/২৫৬৫; মুস্তাদরাক ছহীহাইন, হা/১৬৩৪)
বাজারে প্রবেশের দো‘আ
ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি বাজারে প্রবেশ করে সে যেন বলে:
لَآ إِلهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَه، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِ وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ بِيَدِهِ الْخَيرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ.
অর্থ- আল্লাহ ব্যতীত কোন প্রকৃত উপাস্য নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই। তাঁরই রাজত্ব, প্রশংসা একমাত্র তাঁর জন্যই। তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। তিনি চিরঞ্জীব, মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারেনা। সকল বিষয়ের কল্যাণ তাঁর হাতেই। তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। (তিরমিযী, হা/ ৩৪২৮, মিশকাত, হা/২৪৩১)
উপরে আরাহণকালে বলতে হবে-
اَللهُ أَكْبَرُ.
অর্থ- আল্লাহ্ মহান।
নীচে নামার সময় বলতে হবে-
سُبْحَانَ اللهُ
অর্থ- আমি আল্লাহর প্রবিত্রতা বর্ণনা করছি। (সহীহ্ বুখারী, হা/ ২৯৯৩; মিশকাত, হা/২৪৫৩)
কাপড় পরিধানের দো‘আ
মু‘আয্ ইবনে আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি নতুন কাপড় পড়ে সে যেন বলে:
اَللَّهُمَّ لِلَّهِ الَّذِيْ كَسَانِي هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي وَلَا قُوَّةٍ.
অর্থ- যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য, যিনি আমাকে এই পোষাক পরিধান করিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ব্যতীতই তিনি তা আমাকে দান করেছেন। (আবূ দাঊদ, হা/৪০২৩; মিশকাত, ৪৩৪৩)
পোষাক খোলার সময় দো‘আ
بِسْمِ اللهِ
অর্থ- আল্লাহর নামে (পোষাক খুলছি)। (তিরমিযী, হা/৬০৬)
নতুন কাপড় পরিধানের দো‘আ
আবূ সাঈদ্ খুদরী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখনই কোন নতুন পোষাক পরিধান করতেন, তখন তার নাম উল্লেখ করতেন। যেমন পাগড়ী, জামা, চাদর ইত্যাদি বলতেন:
اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ.
অর্থ- হে আল্লাহ্! সমস্ত প্রশংসা তোমারই, তুমি আমাকে এ পোষাক পরিধান
করিয়েছ। আমি তোমার নিকট এর কল্যাণ কামনা করছি এবং যে উদ্দেশ্যে ইহা প্রস্তুত করা হয়েছে, তারও কল্যাণ কামণা করছি এবং তার অনিষ্ট হতে পরিত্রাণ চাচ্ছি। (তিরমিযী, হা/১৭৬৭; মিশকাত, হা/৪৩৪২)
কাউকে নতুন কাপড় পড়তে দেখলে দো‘আ
আবু নাদরাহ্ (রহঃ) বলেন, রাসূল (ছাঃ) এর সাহাবীদের কেউ নতুন কাপড় পড়লে তাকে সম্বোধন করে বলা হত:
تُبْلِي وَيُخْلِفُ اللهُ تَعَالَى.
অর্থ- তুমি পুরাতন করে ফেলবে আর মহান আল্লাহ্ এর স্থলাভিষিক্তক করবেন। (আবূ দাঊদ, হা/৪০২০)
Visit Our English Site : Click Here
Thanks for reading. جزاك الله خيرا