জরুরী ও গুরুত্বপূর্ণ দো‘আসমূহ-২য় পর্ব
(১)’আয়েশাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ বলেছেন, ‘যখন তোমাদের কেউ যখন আহার করে তখন সে যেন বলে,
بِسْمِ اللهِ.
অর্থ-আল্লাহর নামে (খানা) শুরু করছি। (ছহীহ বুখারী,হা/৫৩৭৬; মিশকাত, হা/৪১৫৯)
(২) প্রথতে তা বলতে ভুলে গেলে বলবে,
بِسْمِ اللهِ فِي أَوَّلِهِ وَأَخِرِهِ.
অর্থ-খাওয়ার শুরু শেষ আল্লাহর নামে। (তিরমিযী, হা/ ১৮৫৮; সনদ সহীহ)
অথবা,
بِسْمِ اللهِ أَوَّلُهُ وَآخِرُهُ.
আল্লাহ্ তা‘আলা ঐ ব্যক্তির উপর সন্তুষ্ট
হন, যে খাওয়া ও পান করার মাঝে اَلْحَمْدُ ِللهِ বলে। (ছহীহ্ মুসলিম, হা/ ২৭৩৪; মিশকাত, হা/৪২০০)
(১) আবূ উমামাহ্ (রাঃ) থেকে বর্ণিত, যখন রাসূল
(ছাঃ) দস্তরখান উঠাতেন তখন বলতেন,
الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا
فِيْهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا.
অর্থ-‘পাক পবিত্র, বরকতময় আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তাঁর নি‘আমত
হতে মুখ ফিরানো যায় না, তাঁর অন্বেষণ ত্যাগ করা যায়না এবং এর প্রয়োজন থেকেও মুক্ত
থাকা যায় না।’ তাহলে তার পূর্বের গোনাহসমূহ মাফ করে দিবেন। (ছহীহ্ বুখারী, হা/ ৫৪৫৮; মিশকাত, হা/৪১৯৯)
(২) মু‘আয ইবনে আনাস তাঁর পিতা হতে বর্ণনা করেন, তাঁর পিতা বলেন, রাসূল
(ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আহার করবে অতঃপর বলবে,
الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَطْعَمَنِيْ هَذَا وَرَزَقَنِيْهِ
مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةً.
অর্থ-সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাকে এ পানাহার করালেন এবং এর
সামর্থ্য প্রদান করলেন, যাতে ছিল না আমার কোন উপায়, ছিলনা কোন শক্তি। (তিরমিযী, হা/ ৩৪৫৮, মিশকাত, হা/৪৩৪৩)
(৩) আবূ আইয়ূব (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন পান
করতেন, তখন বলতেন,
الْحَمْدُ لِلَّهِ
الَّذِيْ أَطْعَمَ وَسَقَى وَسَوَّغَهُ وَجَعَلَ لَهُ مَخْرَجًا
অর্থ-ঐ আল্লাহর প্রশংসা, যিনি খাওয়ালেন, পান করালেন এবং সহজাতভাবে প্রবেশ করালেন ও
তা বের হওয়ার ব্যবস্থা করলেন। (আবূ দাঊদ, মিশকাত, হা/৪২০৭)
উল্লেখ্য যে, দেশে প্রচলিত الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَطْعَمَنَا وَسَقَنَا وَجَعَلَنَا
مِنَ الْمُسْلِمِيْنَ
মর্মে বর্ণিত হাদীছ যঈফ্ (যঈফ্ আবূ দাঊদ, হা/ ৩৮৫০; মিশকাত, হা/৪২০৪-এর টীকা)
দুধ পান করার সময় নিম্নোক্ত দো‘আ পাঠ করতে
হয়ঃ
اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ.
অর্থ-হে আল্লাহ্! আমাদের জন্য এতে বরকত দান কর এবং তা বৃদ্ধি করে দাও। (আবূ দাঊদ, হা/ ৩৭৩০; মিশকাত, হা/৪২৮৩)
ইবনু বুসর (রাঃ) বলেন, একবার রাসূল (ছাঃ) আমাদের
বাড়ী আসেন। আমার আব্বা খেজুর ও রুটি মেহমানদের নিকট পেশ করেন। খাওয়া শেষে তিনি যখন
রওয়ানা হলেন, তখন আমার পিতা তাঁর আরোহীর লাগাম ধরে বললেন, আমাদের জন্য আল্লাহর
নিকট কিছু দো‘আ করুন। তখন তিনি বললেন,
اَللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ
وَاغْفِرْلَهُمْ وَارْحَمْهُمْ.
অর্থ-হে আল্লাহ্! তুমি তাদেরকে যে রিযিক প্রদান করেছ তাতে তাদের জন্য বরকত দান
করুন। তাদের পাপসমূহ ক্ষমা করুন এবং তাদের প্রতি রহমত নাযিল করুন। (ছহীহ্ মুসলিম, হা/ ২০৪২; মিশকাত, হা/২৪২৭)
একদা রাসূল (ছাঃ) জনৈক ছাহাবীর বাড়ীতে
কিছু পান করার পর বলেছিলেন:
اَللَّهُمَّ أَطْعِمْ مَن أَطْعَمَنِيْ وَاسْقِ مَنْ سَقَانِيْ.
অর্থ-হে আল্লাহ্! যে আমাকে আহার করাল তুমি তাকে আহার করাও, যে পান করাল তুমি তাকে
পান করাও। (ছহীহ্ মুসলিম, হা/২০৫৫)
Thanks for reading. جزاك الله خيرا