নব দম্পতির দো‘আ

  



নব দম্পতির জন্য বরকতের দু‘আ

আবূ হুরায়রাহ্ (রা) বলেন, রাসূল (ছা) বিবাহিত ব্যক্তিকে অভিনন্দন

জানিয়ে বলতেন: 

بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِى خَيْرٍ

অর্থ- আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের প্রতি বরকত নালি করুন এবং তোমাদেরকে কল্যাণের সাথে একত্রে রাখুন। (তিরমিযী, হা/১০১৯)

নতুন স্ত্রী গ্রহণের সময় কপালে হাত রেখে পঠিতব্য দু‘আ

’আমর ইব্নু শু’আইব্ তাঁর পিতা হতে তাঁর দাদার মাধ্যমে বর্ণনা করেন যে, নবী করীম (ছা)

বলেছেন,‘যখন তোমাদের কেউ কোন

নারীকে বিবাহ করে অথবা কোন খাদেম ক্রয় করে তখন সে যেন বলে,

اَللَّهُمَ إنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَمَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوْذُبِكَ مِنْ شَرِّهَا وَشَرِّمَا جَبَلْتَهَا عَلَيْه.

অর্থ- হে আল্লাহ্! আমি তোমার নিকট তার মঙ্গল চাই এবং তার সেই কল্যাণময় স্বভাবের প্রার্থনা করি, যার উপর তুমি তাকে সৃষ্টি করেছ। আর আমি তোমার নিকট আশ্রয় চাই তার অনিষ্ট হতে, যে অনিষ্ট দিয়ে তুমি তাকে সৃষ্টি করেছ। অন্য বর্ণনায় রয়েছে, চুলের সম্মুখভাগ ধরে বরকতের দু‘আ পড়তে হবে। (আবূ দাঊদ, হা/২১৬০; সনদ সহীহ্)

বাসর রাতে স্বামী স্ত্রী এক সঙ্গে সালাত আদায়ের পর দু‘আ

আব্দুল্লাহ্ ইবনু মাসঊদ্ (রা) বলেন, রাসূল (ছা) বলেছেন, যখন মহিলা তার স্বামীর কাছে

আসবে, তখন স্বামী সালাত আদায়ের

জন্য দাঁড়াবে এবং তার পেছনে তার স্ত্রীও দাঁড়াবে এবং উভয়ে সালাত আদায় করার পর

বলবে,

اَللَّهُمَّ بَارِكْ لِيْ فِيْ أَهْلِيْ وَ بَارِكْ لِأَهْلِيْ فِيَّ اَللَّهُمَّ ارْزُقْهُمْ مِنِّيْ وَارْزُقْنِيْ مِنْهُمْ اَللَّهُمَّ اجْمَعْ بَيْنَنَا مَا جَمَعْتَ فِي خَيْرِوَ فَرِّقْ بَيْنَنَا إِذَا فَرَّقْتَ فِيْ خَيْرٍ.

অর্থ- হে আল্লাহ্! আমাদের স্বার্থে আমার পরিবারে বরকত দিন এবং আমার মাঝে পরিবারের স্বার্থে বরকত দিন। হে আল্লাহ্! তাদেরকে আমার পক্ষ থেকে রিযিক্ব দান করুন এবং আমাকে তাদের পক্ষ থেকে রিযিক্ব দান করুন। হে আল্লাহ্! যে কল্যাণ আপনি জমা করেছেন তা আপনি আমাদের মাঝে জমা করুন। আর যদি আপনি কল্যালকে পৃথক করেন তাহলে আমাদের মাঝে পৃথক করুন। (আলবানী, আদাবুয ‍যিফাফ, পৃ-৯৬)

স্ত্রী সহবাসের দু‘আ

আব্দুল্লাহ্ ইব্নু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্ (ছা) বলেছেন, যখন তোমাদের কেউ আপন

স্ত্রীর সাথে মিলিত হতে ইচ্ছা করবে, তখন বলবে,

بِسْمِ اللهِ اَللَّهُمَّ جَنَِبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا.

অর্থ- হে আল্লাহ্! তোমার নামে আরম্ভ করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখ। আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখ। (ছহীহ্ বুখারী, হা/১৪১; মিশকাত, হা/২৪১৬)


Visit Our English Site Click Here 



Thanks for reading. جزاك الله خيرا

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url