মোজার উপর মাসেহ্ করার বিধান
মোজার উপর মাসাহ্ করা জায়েজ। অনেকে মনে করেন জায়েজ, তবে চামড়ার মোজা হওয়া শর্ত। উক্ত ধারণা সঠিক নয়। বরং যেকেনো পবিত্র মোজায় মাসাহ্ করা যাবে। (সহীহ্ আবূ দাউদ হা/ ১৫৯) হাদীছে কোন নির্দিষ্ট মোজার শর্তারোপ করা হয়নি। (মাজমুউ ফাতাওয়া ১/২৬২)
নিয়ম
পবিত্রাবস্থায় মোজা পরিধান করে মুকীম অবস্থায় ১ দিন ১ রাত পর্যন্ত এবং মুসাফির অবস্থায় ৩ দিন ৩ রাত পযন্ত মাসাহ্ করা যায়। মাসাহ করতে হবে পায়ের পাতার শুধু উপরের অংশে, নিচের অংশে নয়। (ছহীহ্ বুখারী হা/ ১৮২)
উপর-নীচ উভয় পার্শে মাসেহ
করা সংক্রান্ত আবূ দাউদে বর্ণিত (হা/১৬৫) একটি হাদীস আছে। তবে ঐ হাদীছটি যঈফ।(যঊফ তিরমিযী হা/৯৭)
যেসব কারণে ওযূ নষ্ট
হয়ে যায় সেসব কারণে মাসাহ্ও নষ্ট হবে এবং নতুন করে ওজু ও মাসাহ্ করতে হবে।
উল্লেখ্য, মোজা পরিধানের সময় অবশ্যই ওজু অবস্থায় থাকতে হবেচ নচেৎ মাসাহ্ জায়েয হবে
না।
Visit Our English Site : Click Here
Thanks for reading. جزاك الله خيرا