ওযূ করার সঠিক পদ্ধতি
(১) প্রথমে মনে মনে ওযূ করার নিয়ত বা সংকল্প করবে। (ছহীহ্ বুখারী হা/১, ছহীহ্ মুসলিম হা/৫০৩৬)
(২) তারপর ‘বিসমিল্লাহ্’ বলবে। (ছহীহ্ তিরমিযী হা/২৫)
(৩) ডান হাতে পানি নিয়ে (আবূ দাঊদ হা/১০৮) দুই হাত কব্জি পর্যন্ত ধৌত করবে। (ছহীহ্ বুখারী হা/১৫৯) সেই সাথে হাতের আঙ্গুলগুলো খিলাল করবে। (তিরমিযী হা/৭৮৮) আংটি থাকলে পানি পৌছানোর চেষ্টা করবে। (ছহীহ্ বুখারী হা/১৬৫)
(৪) ডান হাতে পানি নিয়ে একই সঙ্গে মুখে এবং নাকে পানি দিবে ও নাক ঝাড়বে। (ছহীহ্ বুখারী হা/১৯১) তারপর
(৫) কপালের গোড়া থেকে দুই কানের লতীসহ থুৎনীর নীচ পর্যন্ত সম্পূর্ণ মুখমন্ডল ধৌত করবে। ((বুখারী হা/১৫৯) তারপর এক অঞ্জলি পানি নিয়ে থুৎনীর নীচে দিয়ে দাড়ি খিলাল করবে। (আবূদাঊদ হা/১৪৫, সনদ ছহীহ্) অতঃপর
(৬) প্রথমে ডান ও পরে বাম হাত কনুই পর্যন্ত ধৌত করবে। (ছহীহ্ বুখারী হা/১৪০) এরপর
(৭) নতুন পানি নিয়ে (ছহীহ্ মুসলিম হা/৫৮২) দুই হাত দ্বারা মাথার সম্মুখ হতে পিছনে ও পিছন হতে সম্মুখে নিয়ে গিয়ে একবার পুরো মাথা মাসাহ্ করবে। (ছহীহ্ বুখারী হা/১৮৫) একই সঙ্গে ভিজা শাহাদাত আংগুল দ্বারা কানের ভিতর অংশে ও বুড়ো আংগুল দ্বারা কানের পিঠ মাসাহ্ করবে। (নাসাঈ হা/১০২, আবূদাঊদ হা/১৩৭) অতঃপর
(৮) ডান ও বাম পায়ের টাখনুসহ ভালভাবে ধৌত করবে। (ছহীহ্ বুখারী হা/১৮৫) এ সময় বাম হাতের কনিষ্ঠা আংগুল দ্বারা পায়ের আংগুলসমূহ খিলাল করবে। (আবূদাঊদ হা/১৪৮, সনদ সহীহ্)
(৯) ওযূ শেষে বাম হাতে কিছু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবে। (আবূদাঊদ হা/১৬৮) অতঃপর দু‘আ পাঠ করবে। উল্লেখ্য যে, ওযূর অঙ্গগুলো এক, দুই ও তিনবার ধোয়া যায়। এর বেশী ধোয়া যাবে না। (ছহীহ্ বুখারী হা/১৫৭)
Visit Our English Site : Click Here
Thanks for reading. جزاك الله خيرا