ঈমান ও বেঈমান সমান নয়
মানুষ আমরা প্রধানত দুই ভাগে বিভক্ত। ঈমাদার তথা বিশ্বাসী এবং বেঈমানদার তথা অবিশ্বাসী। এই দুই গ্রুপ কিন্তু সমান নয়। এমর্মে মহান আল্লাহ্ ইরশাদ করেনঃ
أَفَمَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَ ٱللَّهِ كَمَنۢ بَآءَ بِسَخَطٖ مِّنَ ٱللَّهِ وَمَأۡوَىٰهُ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ-
যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে সে কি তার মত হতে পারে, যে আল্লাহর আক্রোশে পতিত হয়েছে? তার বাসস্থান জাহান্নাম এবং ওটা নিকৃষ্ট গন্তব্য স্থান। (সূরা আলে ইমরান : ১৬২)
যারা ঈমান আনে তথা আল্লাহ্ প্রদত্ত শারীয়াতের উপর চলে তাঁর সন্তষ্টি লাভ করে তাঁরা সাওয়াবের অধিকারী হয় এবং তাঁরা শাস্তি হতে পরিত্রাণ পায়। আর যারা বেঈমান তথা তাঁর ক্রোধে পতিত হয় এবং মৃত্যুর পর জাহান্নামে নিক্ষিপ্ত হয়- এ দু’দল কি কখনও সমান হতে পারে?
কুরআনুল কারীমে আরো ইরশাদ হয়েছে,
أَفَمَن يَعۡلَمُ أَنَّمَآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ ٱلۡحَقُّ كَمَنۡ هُوَ أَعۡمَىٰٓۚ
“তোমার রাব্ব হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে সে, আর অন্ধ কি সমান? (সূরা রা‘দ : ১৯)
অন্য স্থানে ইরশাদ হয়েছেঃ
أَفَمَن وَعَدۡنَٰهُ وَعۡدًا حَسَنٗا فَهُوَ لَٰقِيهِ كَمَن مَّتَّعۡنَٰهُ مَتَٰعَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا
যাকে আমি উত্তম পুরুস্কারের প্রতিশ্রুতি দিয়েছি, যা সে পাবে, সে কি ঐ ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্ভার দিয়েছি। (সূরা কাসাস : ৬১)
ঈমানদার ও বেঈমানের মধ্যে অন্যতম প্রধান পার্থক্য হলো ঈমাদার মৃত্যুর পর জান্নাত লাভে ধন্য হবে পক্ষান্তরে বেঈমান জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এমর্মে আল্লাহ পাক কুরআনে অনেক আয়াত নাযিল করেছেন। যেমন-
لَا يَسۡتَوِيٓ أَصۡحَٰبُ ٱلنَّارِ وَأَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۚ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ هُمُ ٱلۡفَآئِزُونَ
“জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী কখন সমান নয়। জান্নাত বাসীরাই সফল। (সূরা হাশর : ২০)
আনাস (রা) হতে বর্নিত। রাসূল ﷺ বলেছেনঃ তিনটি গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারেঃ (১) আল্লাহ্ ও তাঁর রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া, (২) কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালবাসা, (৩) কুফরীতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মত অপছন্দ করা। (সহীহ্ বুখারী /১৬, সহীহ্ মুসলিম /৪৩, আহমাদ ১২০০২)
আল্লাহ্ আমাদের সকলকে প্রকৃত ঈমানদার হওয়ার এবং জান্নাত লাভে নিজেকে ধন্য করার তৌফিক দান করুন। আ-মী-ন
Visit Our English Site : Click Here
Thanks for reading. جزاك الله خيرا