কয়েকটি ধ্বংসাত্মক পাপ

 


সহীহ্ বুখারী সহীহ মুসলিমে আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে নিম্নরূপ বর্ণনা এসেছে, রাসূল বলেছেন, ‘ধ্বংসকারী সাতটি পাপ হতে তোমরা বেঁচে থাক।’ জিজ্ঞেস করা হয়, ‘হে আল্লাহর রাসূল ! ‘ঐ পাপগুলো কি?’ তিনি বলেনঃ ‘(১) আল্লাহর সাথে অংশী স্থাপন করা। (২) যাকে হত্যা করা নিষিদ্ধ তাকে হত্যা করা, তবে শারীয়াতের কোন কারণে যদি তার রক্ত হালাম হয় সেটা অন্য কথা। (৩) যাদু করা। (৪) সুদ খাওয়া। (৫) পিতৃহীনের সম্পদ ভক্ষণ করা। (৬) কাফিরদের প্রতিদ্বন্দ্বিতায় যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করা। (৭) সতীসাধ্বী মুসলিম নারীদেরকে অপবাদ দেয়া।’ (ফাতহুল বারী, সহীহ মুসলিম

ইমাম আহমাদ (রহঃ) বর্ণনা করেন, আনাস ইব্ন মালিক (রাঃ) বলেছেনঃ রাসূল বড় পাপ (করীরা গুনাহ্) সম্পর্কে আলোচনা করছিলেন অথবা তাঁকে কেহ বড় পাপ সম্পর্কে প্রশ্ন করেছিল। তখন তিনি বলেনঃ উহা হল ইবাদাতের ব্যাপারে আল্লাহর সাথে অন্য কেহকে অংশী করা, আত্মহত্যা করা এবং মাতা-পিতার প্রতি কর্তব্য পালন না করা। অতঃপর তিনি বলেনঃ আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপের কথা জানিয়ে জানিয়ে দিব? তা হল মিথ্যা বর্ণনা করা অথবা মিথ্যা সাক্ষী দেয়া। এ হাদীসটির একজন বর্ণনাকারী শু’বাহ্ (রাঃ) বলেনঃ আমার মনে হয় খুব সম্ভব তিনি ‘মিথ্যা সাক্ষী’র কথাই বলেছেন। (আহমাদ ৩/১৩১, ফাতহুল বারী ১০/৪১৯, মুসলিম ১/৯১)

সহীহ্ বুখারী ও মুসলিমে আবদুর রাহমান ইব্ন আবী বাকারাহ (রহঃ) বর্ণনা করেন যে, তার পিতা বলেন, রাসূল বলেছেনঃ আমি কি তোমাদেরকে বড় পাপের (কবীরা গুনাহ্) মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটি তা বলে দিব? আমরা বললামঃ হ্যাঁ, আল্লাহর রাসূল ! তিনি বললেনঃ ইবাদাতের ব্যাপারে আল্লাহর সাথে অন্য কেহকে শরীক করা এবং মাতা-পিতার প্রতি দায়িত্ব পালন না করা। অতঃপর তিনি হেলান দেয়া থেকে সোজা হয়ে বসলেন এবং বললেনঃ আমি তোমাদেরকে মিথ্যা কথন এবং মিথ্যা সাক্ষী দেয়া থেকে সাবধান করে দিচ্ছি। এ কথা তিনি বার বার বলছিলেন এবং আমরা মনে মনে বলছিলাম, তিনি যদি থামতেন! (ফাতহুল বারী ৫/৩০৯, মুসলিম ১/৯১)

সন্তান হত্যা করা ভয়ানক কবীরা গুনাহ্

সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, আব্দুল্লাহ ইব্ন মাসঊদ (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ কে জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল ! সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেনঃ ‘তা এই যে, তুমি অন্য কেহকে আল্লাহর অংশীদার কর, অথচ একমাত্র তিনিই তোমাকে সৃষ্টি করেছেন।’ আমি জিজ্ঞেস করলাম, তার পরে কোনটি? তিনি বললেনঃ ‘তাই পরে এই যে, তোমার সন্তান তোমার সাথে আহার করবে এ ভয়ে তুমি তাকে হত্যা করে ফেল।’ আমি জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেনঃ ‘তারপরে এই যে, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়।’ (ফাতহুল বারী ৮/৩৫০, সহীহ মুসলিম ১/৯০) 

অতঃপর রাসূল নিম্নের আয়াতগুলি পাঠ করেন।

وَٱلَّذِينَ لَا يَدۡعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقۡتُلُونَ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّ وَلَا يَزۡنُونَۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ يَلۡقَ أَثَامٗا۞ يُضَٰعَفۡ لَهُ ٱلۡعَذَابُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَيَخۡلُدۡ فِيهِۦ مُهَانًا۞ إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلٗا صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّ‍َٔاتِهِمۡ حَسَنَٰتٖۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا۞

এবং তারা আল্লাহর সাথে কোন উপাস্যকে ডাকেনা (শিরক করে না); আল্লাহ্ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে তারা হত্যা করেনা এবং ব্যভিচার করেনা; যে এগুলি করে সে শাস্তি ভোগ করবে। কিয়ামাত দিবসে তার শাস্তি দ্বিগুন করা হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থায়। তারা নয় - যারা তাওবাহ্ করে, ঈমান আনে ও সৎ কাজ করে; আল্লাহ্ তাদের পাপ পরিবর্তন করে দিবেন পুণ্যের দ্বারা; আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা ফুরকান ৬৮-৭০)

ইমাম আহমামদ (রহঃ) অন্য এক হাদীসে বর্ণনা করেন, আব্দুল্লাহ্ ইব্ন আমর (রাঃ) বলেন যে, রাসুল বলেছেনঃ সবচেয়ে বড় পাপসমূহ হল আল্লাহর সাথে ইবাদাতে অন্যকে শরীক করা, মাতা-পিতার প্রতি কর্তব্য পালন না করা এবং আত্মহত্যা করা। শু’বাহ্ (রহঃ) বলেন যে, ‘এবং মিথ্যা শপথ করা’ বলেছিলেন কিনা তা আমি ঠিক মনে করতে পারছিনা। (বুখারী ৬৬৭৫, তিরমিযী ৩০২১, নাসাঈ ৮/৬৩)

মা-বাবাকে গালি দেয়া বড় পাপ

মুসনাদ ইব্ন আবী হাতীমে রয়েছে, রাসুল বলেছেনঃ ‘মানুষের তার পিতা-মাতাকে গালি দেয়াও কাবীরা (বড়) পাপ।’ জনগণ জিজ্ঞেস করলঃ ‘হে আল্লাহর রাসূল ! মানুষ তার পিতা-মাতাকে কিরূপে গালে দিবে?’ তিনি বললেনঃ ‘এভাবে যে, সে অন্যের বাবাকে গালি দেয়, অন্য লোকটি তখন তার বাবাকে গালি দেয়, সে অন্যের মাকে গালি দেয়, অন্য লোকটি তখন তার মাকে গালি দেয়।’ (সহীহ্ মুসলিম /৯০)

সহীহ্ হাদীসে রয়েছে, রাসূল বলেছেনঃ ‘মুসলিমকে গালি দেয়া মানুষকে পাসিক বানিয়ে দেয় এবং তাকে হত্যা করা হচ্ছে কুফরী।’ (বুখারী /৫৯৭৩, মুসলিম ৬৪)



Visit Our English Site Click Here 



Thanks for reading. جزاك الله خيرا

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url