এ্যারাবিক টাইপিং শিখুন অতি সহজে এবং পরিপূর্ণভাব

 

-জালালুদ্দীন বিন নাজির হোসেন

আমরা জানি, মহাগ্রন্থ আল কুরআনের ভাষা আরবি। হাদীস শরীফের ভাষাও আরবি। তাই যাঁরা অন লাইন বা ইন্টারনেটের মাধ্যমে কিংবা অফ লাইনে ইসলামী বিষয়ে  লিখালেখির মাধ্যমে দাওয়াতী কাজ করতে চান তাদের জন্য আরবি টাইপিং শেখা অত্যাতবশ্যক। কারণ, বাংলা, ইংরেজি টাইপ করার লোক আপনি যেখানে সেখানে পাবেন। কিন্তু আরবি টাইপ করার লোক সেভাবে পাবেন না। তাই সবচেয়ে ভালো হয় নিজে পারলে। সেলক্ষ্যেই আসুন, আজ আমরা এ্যারাবিক টাইপিং শিখব অতি সহজে এবং পরিপূর্ণভাব  হরাকাত তথা যবর, যের, পেশ এবং খাড়া যবর, খাড়া যেরসহ অন্যান্য সকল সিম্বলসহ।

আপনাকে সর্বপ্রথম যা করতে হবে

প্রথমে আপনাকে আপনার পিসিতে এ্যারাবিক লেঙ্গুয়েজ সেটিং করতে হবে। আর এটা পাবেন Control Panel এ। সেখানে গিয়ে দেখবেন Region কোথায় রয়েছে। সেটাতে ক্লিক করে “Arabic Soudi Arabia” Language Add করবেন। Windows 7 & Windows 10 এর ক্ষেত্রে বিষয়টি অতি সহজ। তবে Windows XP এর ক্ষেত্রে সিডি লাগবে।








Language সেটিং হয়ে গেলে নিম্নের কী-বোর্ড ফলো করে প্রাকটিস করুন। প্রথমে হারাকাত ছাড়াই টাইপ করুন।

ذ

1

2

3

4

5

6

7

8

9

0

-

=



Q

ض

W

ص

E

ث

R

ق

T

ف

Y

غ

U

ع

I

ه

O

خ

P

ح

[

ج

]

د

Enter

Cap

A

ش

S

س

D

ي

F

ب

G

ل

H

ا

J

ت

K

ن

L

م

;

ك

ط

\

\

Shift

Z

ئ

X

ء

C

ؤ

V

ؤ

B

لا

N

ى

M

ة

,

و

.

ز

/

ظ

Shift

Ctrl


Alt


Alt



Ctrl


এরপর হারকাত দেওয়ার জন্য নিম্ন বর্ণিত নিয়ম ফলো করুন:

যবর এর জন্য Shift+Q চাপুন।

যের এর জন্য Shift+A চাপুন।

পেশ এর জন্য Shift+E চাপুন।

তাশদীদের এর জন্য Shift+~ (ذ) চাপুন।

যজম বা সাকীনের এর জন্য Shift+X চাপুন।

দুই যবর এর জন্য Shift+W চাপুন।

দুই যের এর জন্য Shift+S চাপুন।

দুই পেশ যবর এর জন্য Shift+R চাপুন।

এছাড়া খাড়া যবর, খাড়া যের, উল্টা পেশ, মাদ্দ ইত্যাদির জন্য বিশেষ কোড ব্যবহার করতে হবে যা “Arabic Typesetting” Font download করে  Insert হতে Simbol এ গিয়ে পাওয়া যাবে। (ডাউনলোড করতে এখানে ক্লিক করুন) এখানে সবধরনের ইলিমেন্টস পাওয়া যাবে এবং সেগুলির সটকাট কোডও পাওয়া যাবে। যেমন- 

= ذٰ খাড়া যবর লিখার ক্ষেত্রে আরবি হরফ লিখে ইংলিশ করে  0670 All+x press করতে হবে।  

= ذٖ খাড়া যের লিখার ক্ষেত্রে আরবি হরফ লিখে ইংলিশ করে  0656 All+x press করতে হবে।  

= بٗ উল্টা পেশ লিখার ক্ষেত্রে আরবি হরফ লিখে ইংলিশ করে  0657 All+x press করতে হবে।  

মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে আরবি হরফ লিখে ইংলিশ করে  0653 All+x press করতে হবে।  

কুরআন মাজিদের যে কোনো সূরার যে কোনো আয়াত টাইপ না করেও নির্ভুলভাবে যেভাবে পাবেন:

দ্বীনী দাওয়াত বিষয়ক লেখা-লেখির ক্ষেত্রে কুরআন মাজিদের আয়াতের রেফারেন্স অত্যাবশ্যকীয়। সেকারণে তা টাইপ করার প্রয়োজন হয় এবং এতে ভুলের সম্ভাবনাও থাকে প্রচুর। সেক্ষেত্রে আমরা যদি এমন একটা সফটওয়ার পাই যেখান থেকে অতি সহজে কপি করে আপনার ফাইলে পেস্ট করতে পারেন তাহলে তা অবশ্যই সবদিক থেকেই কল্যাণকর। তাই যেকেউ সেই সফটওয়ার ডাউলোড করতে চাইলে এখানে কিক্ল করুন।

প্রিয় পাঠক! পোস্টটি উপকারী মনে হলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে ভুলবেন না।


Visit Our English Site Click Here 



Thanks for reading. جزاك الله خيرا

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url