আল্লাহ্ কারও প্রতি অণু পরিমানও অন্যায় করেননা

 


আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা পরম করুণাময়, অতি দয়ালু। তাই তিনি তাঁর বান্দার প্রতি কোনরূপ অন্যায় (জুলুম) করেননা। অণু পরিমানও না। এমর্মে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা ইরশাদ করেন:

إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّةٖۖ وَإِن تَكُ حَسَنَةٗ يُضَٰعِفۡهَا وَيُؤۡتِ مِن لَّدُنۡهُ أَجۡرًا عَظِيمٗا۞  

“নিশ্চয়ই আল্লাহ্ বিন্দুমাত্রও অত্যাচার (অন্যায়) করেননা এবং যদি কেহ কোন সৎ কাজ করে থাকে তাহলে তিনি ওটা দ্বিগুণ করে দেন এবং স্বীয় পক্ষ হতে ওর মহান প্রতিদান প্রদান করেন।” (সূরা নিসা  : ৪০)

অর্থাৎ, আল্লাহ তা‘আলা বলেন, ‘তিনি কারও উপর অন্যায় (অত্যাচার) করেননা, কারও সাওয়াব নষ্ট করেননা, বরং তা আরও বৃদ্ধি করে তার সাওয়াব ও প্রতিদান কিয়ামাতের দিন দান করবেন।’

অন্য জায়গায় আল্লাহ আরো বলেনঃ

وَنَضَعُ ٱلۡمَوَٰزِينَ ٱلۡقِسۡطَ لِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ فَلَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡ‍ٔٗاۖ ۞  

“আমি কিয়ামতের দিন স্থাপন করব ন্যায় বিচারের মানদন্ড। ফলে কারো প্রতি কোনরূপ অন্যায়, অবিচার বা জুলম করা হবে না।” (সূরা আম্বিয়া : ৪৭)

সূরা লোকমানে আল্লাহ ইরশাদ করেন : 

يَٰبُنَيَّ إِنَّهَآ إِن تَكُ مِثۡقَالَ حَبَّةٖ مِّنۡ خَرۡدَلٖ فَتَكُن فِي صَخۡرَةٍ أَوۡ فِي ٱلسَّمَٰوَٰتِ أَوۡ فِي ٱلۡأَرۡضِ يَأۡتِ بِهَا ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٞ۞   

“(লোকমান (আঃ) তাঁর পুত্রকে নসিহত করে বলেন,) হে বৎস! কোন কিছু যদি সরিষার দানা পরিমানও হয় এবং তা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে কিংবা মুত্তিকার নীচে, আল্লাহ ওটাও হাযির করবেন। আল্লাহ্ সূক্ষ্মদর্শী, সর্ব বিষয়ে খবর রাখেন।” (সূরা লোকমান : ১৬)

মহান আল্লাহ্ আরো বলেনঃ

يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ٦ فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ۞ وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ۞

“সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। কেহ অণু পরিমান সৎ কাজ করলে তাও দেখতে পাবে এবং কেহ অণু পরিমাণ অসৎ কাজ করলে তাও দেখতে পাবে। (সূরা যিলযাল : ৬-৮)

সহীহ্ বুখারী সহীহ মুসলিমে শাফা‘আতযুক্ত সুদীর্ঘ হাদীসে রয়েছে, অতঃপর আল্লাহ বলবেন, ফিরে এসো এবং যার অন্তরে সরিষার দানার সমান ঈমান দেখ তাকেও জাহান্নাম হতে বের করে আন। 

অন্য বর্ণনায় রয়েছে, আল্লাহ্ তা‘আলা বলবেনঃ আবার ফিরে যাও এবং যার অন্তরে ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিমাণ ঈমান ছিল তাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে এসো। তখন অনেক লোককে ওখান থেকে বের করে আনা হবে। আবূ সাঈদ (রাঃ) হাদীসটি বর্ণনা করে বলতেন, “তোমরা ইচ্ছা করলে কুরআনুল কারীমের “إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّةٖۖ ‘নিশ্চয়ই আল্লাহ্ বিন্দুমাত্রও অত্যাচার (অন্যায়) করেননা।’ - এ আয়াতটি পাঠ করে নাও।”  (ফাতহুল বারী, ১৩/৪১৩সহীহ মুসলিম ১/১৬৭) 


Visit Our English Site Click Here 



Thanks for reading. جزاك الله خيرا

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url