মুহাম্মদ (ছাঃ) তাঁর উম্মতের পক্ষে/বিপক্ষে সাক্ষ্য দিবেন

 


আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের প্রিয় নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমকে এই উম্মাত তথা এ জামানার সকলের জন্য সাক্ষ্যদাতা নির্বাচন করেছেন। কিয়ামতের দিন তিনি আমাদের বিশ্বাস এবং কর্মানুপাতে হয় আমাদের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দিবেন। এমর্মে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা ইরশাদ করেন:

فَكَيۡفَ إِذَا جِئۡنَا مِن كُلِّ أُمَّةِۢ بِشَهِيدٖ وَجِئۡنَا بِكَ عَلَىٰ هَٰٓؤُلَآءِ شَهِيدٗا۞  

“অনন্তর তখন কি দশা হবে যখন আমি প্রত্যেক ধর্ম সম্প্রদায় হতে সাক্ষী আনয়ন করব এবং তোমাকেই তাদের প্রতি সাক্ষী করব?(সূরা নিসা  : ৪১)

সহীহ্ বুখারীতে  রয়েছে, রাসূল সাল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ্ ইব্ন মাসঊদকে (রাঃ) বলেন, ‘আমাকে কিছু কুরআন কারীম পাঠ করে শোনাও।’ আব্দুল্লাহ্ ইব্ন মাসঊদ (রাঃ) তখন বলেন, ‘হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনাকে কুরআন কারীম পাঠ করে কি শোনাব? কুরআন কারীম তো আপনার উপরই অবতীর্ণ হয়েছে!’ তিনি বলেনঃ ‘হ্যাঁ, কিন্তু আমি অন্যের নিকট হতে শুনতেই চাই।’ আব্দুল্লাহ্ ইব্ন মাসঊদ (রাঃ) বলেন, ‘আমি তখন সূরা নিসা পাঠ করতে আরম্ভ করি। পড়তে পড়তে যখন আমি (উক্ত) فَكَيۡفَ إِذَا جِئۡنَا مِن كُلِّ أُمَّةِۢ بِشَهِيدٖ وَجِئۡنَا بِكَ عَلَىٰ هَٰٓؤُلَآءِ شَهِيدٗا  এ আয়াতটি পাঠ করি তখন তিনি বলেনঃ ‘যথেষ্ট হয়েছে।’ আমি দেখি যে, তাঁর চক্ষু অশ্রুসিক্ত ছিল।’ (ফাতহুল বারী ৮/৭১২

অন্য জায়গায় আল্লাহ আরো বলেনঃ

وَيَوۡمَ نَبۡعَثُ فِي كُلِّ أُمَّةٖ شَهِيدًا عَلَيۡهِم مِّنۡ أَنفُسِهِمۡۖ وَجِئۡنَا بِكَ شَهِيدًا عَلَىٰ هَٰٓؤُلَآءِۚ ۞  

“আমি সেদিন (কিয়ামতের দিন) উত্থিত করব প্রত্যেক সম্প্রদায় হতে তাদের বিষয়ে এক একজন সাক্ষী। আর তোমাকেও (হে মুহাম্মাদ) ওদের ব্যাপারে সাক্ষ্যদাতা বানাবো।(সূরা নাহল : ৮৯)

 আল্লাহ ইরশাদ করেন : 

يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الأرْضُ۞   

সেদিন কাফিরেরা এবং রাসূলের অবাধ্যাচরণকারীরা আকাংখা করবে যে, যদি যমীন ফেটে যেত এবং মাটি ওদের ঢেকে ফেলত এবং পরে মাটি সমতল হয়ে যেত তাহলে কতইনা ভাল হত! কেননা তারা সেই দিন অসহ্য ত্রাস, অপমান এবং শাসন-গর্জনে হতবুদ্ধি হয়ে পড়বে। 

মহান আল্লাহ্ আরো বলেনঃ

يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا۞

 “সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফির বলতে থাকবেঃ হায়রে হতভাগা আমি! যদি আমি মাটি হয়ে যেতাম!” (সূরা নাবা : ৪০)

Visit Our English Site Click Here 



Thanks for reading. جزاك الله خيرا

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url